| দুপুর ২:২৭ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান খোলা রাখায় মামলা-জরিমানা

নিত্য প্রয়োজনীয় দ্রব্য নয় এমন দোকান খোলা রাখায় ময়মনসিংহে অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর জুবলি ঘাট ও বড়বাজারে অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

 

করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত অন্য দোকান খোলা রাখার দায়ে ৩টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেন।

 

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

 

আরও পড়ুন – ময়মনসিংহের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার 

 

আরও পড়ুন – ময়মনসিংহে মাস্ক না পরায় ২৬৩ মামলা, ২ লাখের উপরে জরিমানা আদায় 

 

লকডাউনের প্রথম দিন সোমবার মাস্ক পরিধান না করা, অকারণ ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১১ টি মামলায় ১৭৫০ টাকা জরিমানা করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আাদালতের এ কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ আপডেটঃ ৪:৫২ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০২১