| সকাল ৮:১৯ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে মাস্ক না পরায় ২৬৩ মামলা, ২ লাখের উপরে জরিমানা আদায়

ময়মনসিংহে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে লকডাউনের প্রথম দিনে ২৬৩ মামলায় ২ লাখ ১৪ হাজার ৭১৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৫ এপ্রিল) ময়মনসিংহ মহানগরী ও বিভিন্ন উপজেলায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

 

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ২৬৩ মামলায় ২ লাখ ১৪ হাজার ৭১৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আরও পড়ুন – ময়মনসিংহের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার 

 

তিনি বলেন, জেলার নগরীতে প্রতিদিন চারটিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ চলছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

সর্বশেষ আপডেটঃ ৪:৪০ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০২১