| রাত ৩:৩২ - সোমবার - ২রা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে সফর, ১৪৪৬ হিজরি

জামালপুরে জেএমবি সদস্য গ্রেফতার

জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন বিলবালিয়া হতে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করছে র‌্যাব-১৪ ময়মনসিংহ । এসময় ৬ টি উগ্রবাদি বুকলেট এবং ৫ টি উগ্রবাদি লিফলেট উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর মোঃ আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে জামালপুর জেলার সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে মোঃ মোকলেছুর রহমান (৩৮) নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।

 

এব্যাপারে র‌্যাব বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

র‌্যাব-১৪ জানায়, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বিভিন্ন এলাকায় বাংলাদেশ বিরোধী নাশকতা কার্যক্রমের গোপন বৈঠক করে আসিতেছে।

সর্বশেষ আপডেটঃ ২:০৯ পূর্বাহ্ণ | জুলাই ১০, ২০২১