ক্যান্সার আক্রান্ত মায়ের রক্তদানে এগিয়ে আসলো ছাত্রলীগ নেতা
করোনা মহামারীর এই ভয়াল থাবায় যখন বিপর্যস্ত চিকিৎসা ক্ষেত্র। তখন এক ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য রোজা রেখে রক্ত দিতে এগিয়ে আসে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম ফেরদৌস (ফুয়াদ)।
মহামারীর এই সময়ে ময়মনসিংহে রক্ত প্রয়োজন এমন রোগীর সংখ্যা তুলনামূলক বেশি কিন্তু রক্তদাতার পরিমাণ সীমিত হয়ে উঠে । করোনার আতঙ্কে যখন রক্তদাতারা হসপিটাল মুখী হতে বিমুখী তখন এক ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য রোজা রেখে রক্ত দিতে এগিয়ে আসে ময়মনসিংহের এই ছাত্রলীগ নেতা।
ফাহিম ফেরদৌস (ফুয়াদ) বলেন, আমি গর্বিত মুজিব আদর্শের টিটু সৈনিক। করোনা মহামারীরতে মানুষের যেকোন প্রয়োজনে ছাত্রলীগ সদা জাগ্রত।
আমাদের সকলের উচিত অসহায় এবং রোগাক্রান্ত মানুষের পাশে দাড়ানো। বিশেষ করে মুমূর্ষু রোগীর জন্যই রক্ত প্রয়োজন। আর প্রয়োজন হলে সময় রক্ত দেওয়া উচিত।