| রাত ১০:১৯ - মঙ্গলবার - ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে হেরোইন সহ গ্রেফতার ২

ময়মনসিংহের ফুলবাড়ীয়া হতে হেরোইন সহ ২ জন আসামীকে গ্রেফতার করছে র‌্যাব-১৪ ময়মনসিংহ । বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ীয়ার দশমাইলের মোহাম্মদ নগর রোড থেকে মোঃ রাজিব মিয়া (৩০) ও মোঃ আবু সাঈদ (২৮) নামের দুজনকে গ্রেফতার করে র‌্যাব।

 

মেজর মোঃ আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ গ্রাম হেরোইন ও ২ টি মোবাইল সহ তাদের গ্রেফতার করা হয়।

 

এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ জেলার ফুলবাড়ীয়া থানার বিভিন্ন এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

সর্বশেষ আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০২১