| দুপুর ১২:০৭ - বৃহস্পতিবার - ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহে সরঞ্জামসহ ৮ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গৌরীপুর থানাধীন কাশিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাস, নগদ টাকা ও মোবাইলসহ তাদের গ্রেফতার করা হয়।

 

৮ জুন মঙ্গলবার মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

র‌্যাব জানায়, টাকার বিনিময়ে তাস ব্যবহার করে জুয়া খেলাকালীন অবস্থায় মোঃ মোবারক হোসেন (৩৫), মোঃ আফাজ উদ্দিন (৩৮), মোঃ জুলহাস (২১), ৪। মোঃ আলামিন মিয়া (২৬), মোঃ সোহাগ মিয়া (৩০), মোঃ রিটন মিয়া (২৭), মোঃ মাসুদ (২৬), মোঃ রুহুল আমিন (২৭) নামের ৮ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে তিন ব্যান্ডিল তাস ও নগদ ৩,৫৩০/- টাকা, ১টি মোবাইল সেট জব্দকৃত আলামত হিসেবে উদ্ধার করা হয়। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে গৌরিপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

সর্বশেষ আপডেটঃ ১১:২৩ পূর্বাহ্ণ | জুন ১১, ২০২১