| সকাল ৮:৫০ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পরিচালক পদে থাকা ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ কে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

 

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। সেই সাথে বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল করিমেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

পরিচালক হিসেবে মমেক হাসপাতালে যোগ দেওয়ার পর থেকেই ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন রোগীদের বিনামূল্যে শতভাগ ওষুধ প্রদান, খাবারের মানোন্নয়নসহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেন। যা বেশ ভালোভাবে নিয়েছেন রোগী-স্বজনসহ ময়মনসিংহের সাধারণ মানুষও।

 

এর আগে আরেক বার তার বদলির আদেশ আসলে সাধারন মানুষের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মুখে তা প্রত্যাহার করা হয়।

 

আরও পড়ুন – ময়মনসিংহে একদিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ৬২ জন

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিগ্রেডিয়ার জেনারেল মো. মাহফুজ আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

 

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ বাকেরকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

 

বিইউপির চিফ মেডিকেল অফিসার কর্নেল মো. ইফতিখারুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। আর কর্নেল মো. নাসিরুল হক খানকে বিইউপির চিফ মেডিকেল অফিসার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৩২ অপরাহ্ণ | মে ২৮, ২০২০