| সকাল ১০:১০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে একদিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ৬২ জন

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ২টি মেশিনে ২৮৮ নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড। এই ৬২ জনই ময়মনসিংহ জেলার এবং একদিনে পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড।

 

এর মধ্যে ময়মনসিংহ সদরের ৬ জন, ময়মনসিংহ মেডিকেলের এক চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী, ধোবাউড়া উপজেলায় ১৫ জন, ভালুকায় এক চিকিৎসক ও ৬ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশসহ ১৫ জন, ফুলপুর উপজেলায় এক চিকিৎসকসহ ৬ জন, গৌরীপুর একজন ও ঈশ্বরগঞ্জে একজনসহ জেলায় ৬২ জন রয়েছে।

 

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৯৭০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৬৭ জন, জামালপুর জেলায় ২০৩ জন, নেত্রকোনা জেলায় ২১৬ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন। এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আজ ৩১ জনসহ ৩৬৮ জন। বিভাগের চার জেলায় সর্বমোট মারা গেছেন ১৩ জন।

 

এর আগে গতকাল পর্যন্ত জেলায় ৪০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫০ জনই সদর উপজেলার। তাদের মধ্যে ১৫৪ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী।

 

এছাড়া গফরগাঁও উপজেলায় ২৯, ভালুকায় ২৩, ঈশ্বরগঞ্জে ১৯, ধোবাউড়ায় ১৯, ফুলপুরে ১৪, মুক্তাগাছায় ১৩ ও ফুলবাড়িয়ায় ১২ জন করোনা রোগী আছেন। সদর ছাড়া অন্য ১২টি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৫ জন ছিল।

সর্বশেষ আপডেটঃ ২:১৯ পূর্বাহ্ণ | মে ২৯, ২০২০