| রাত ৪:২০ - সোমবার - ২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লেখা পোস্ট করার নিয়মাবলী

আমাদের পাঠকের লেখা নামক অপশনে ইচ্ছে করলে আপনি ও লিখতে পারেন । লেখা পাঠানোর নিয়মাবলী লোকলোকান্তর তার পাঠক-অনুরাগীদের তৈরি করে দিতে চায় একটা উন্মুক্ত মঞ্চ । যেখানে পাঠকদের ভাবনা, সৃষ্টিশীলতা, আগ্রহের বিষয়গুলোর জীবনের সাথে জড়িত যে কোন বিষয় থাকতে পারে ।

লেখার নিয়মাবলী রইলো নিম্নে- লোক লোকান্তর -এ যে কেউ লিখতে পারেন ।

১) লেখা মৌলিক হওয়া বাঞ্ছনীয়। সাথে সংশ্লিষ্ট ছবি সংযুক্ত করলে ভালো হয়। পূর্ব প্রকাশিত কোনও লেখা, কিংবা কারো অনুকরণ করা লেখা জমা দিলে কোনও ভাবেই গ্রহণ যোগ্য নয় ।

২) জীবনের সাথে জড়িত যে কোনও বিষয় নিয়ে লেখা দেয়া যাবে । ইতিহাস- ঐতিহ্য হতে শুরু করে ভ্রমণ, স্বাস্থ্য, রূপচর্চা, বই, সিনেমা, সম্পর্ক, খাবার, সাহিত্য(গল্প- কবিতা- প্রবন্ধ), ঘরদোর… ইত্যাদি । রুচিশীল ও ভালো লেখা হলেই তা প্রকাশিত হবে ।

৩) লেখা জমা দিয়ে ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে। এর মাঝে প্রকাশিত না হলে জানবেন যে মনোনীত হয়নি । তার মানে এই নয় যে আপনার লেখা ভালো নয়, হয়তো বিষয় বস্তু পুরানো হয়ে গিয়েছে বা পাতার সাথে সামঞ্জস্য পূর্ণ নয় ।

৪) আপনার পুরো নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ফেইসবুক আইডি লিঙ্ক, ইমেইল এড্রেস সহ আপনার লেখা’টি loklokantor@gmail.com এ পাঠান ।