| দুপুর ১২:৪৭ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী-স্বজনরা

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সানজিদা আক্তার রেমি (১৮) নামের এই গৃহবধূর মৃত্যু’র পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

 

সোমবার (২৬ এপ্রিল) ভোরে চরপাড়া’র কপিক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার রেমি নগরীর ভাটিকাশর এলাকার বাসিন্দা মো. এমদাদুল হকের মেয়ে।

 

নিহত সানজিদার বাবা মো. এমদাদ বলেন, এক বছর আগে সানজিদার সঙ্গে চরপাড়া এলাকার শুভর বিয়ে হয়। কিছুদিন পর পর বাড়ি থেকে টাকা আনতে সানজিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত শুভ।

 

সোমবার ভোরে তার শ্বশুর বাড়ির লোকজন খবর দেয় সানজিদা অসুস্থ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, যৌতুকের জন্য মেয়েকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে তার স্বামী। নির্যাতনে তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

 

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ব্যাপারে সানজিদার বাবা মো. এমদাদ বাদী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৯ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০২১