| দুপুর ১২:২৯ - বৃহস্পতিবার - ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলিং ফ্যান লাগাতে গিয়ে ময়মনসিংহের কিশোরের মৃত্যু

রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় একটি কয়েল কারখানায় সিলিং ফ্যান লাগাতে গিয়ে এক তলা থেকে নিচে পড়ে ১৭ বছর বয়সী হাদী ইসলাম নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

 

নিহত হাদীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে রায়েরবাজারে মুজাহিদ নগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

 

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের দোকান মালিক আরিফ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে দোকানে ইলেকট্রিকের কাজ শিখতে ছিল হাদী ইসলাম। সন্ধ্যায় মোহাম্মাদবাগে একটি কয়েল কারখানায় ফ্যান লাগানোর জন্য দুজন যায়।

 

পরে সেখানে সানসেটে দাঁড়িয়ে রড টানা দেয়ার সময় পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায় হাদী। গুরুতর আহত হয় তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০:০৮ পূর্বাহ্ণ | এপ্রিল ১০, ২০২১