| বিকাল ৫:৩৬ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে মাস্ক ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ১৩১ মামলা ও জরিমানা

ময়মনসিংহে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৩১ মামলা করা হয়েছে। পাশাপাশি মামলায় ২৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (৩১ মার্চ) ময়মনসিংহ মহানগরী ও ৭ উপজেলায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

 

তিনি বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩১ মামলায় ২৯ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৪ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০২১