| সকাল ৯:৩৬ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২ দিন ধরে নবজাতকের মরদেহ, লাপাত্তা মা-বাবা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে ১২ দিন ধরে পড়ে আছে নবজাতকের মরদেহ। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনদের না পেয়ে দাফনের জন্য মঙ্গলবার (২৩ মার্চ) হাসপাতাল থেকে ডেথ রেফারেন্স সংগ্রহ করে পুলিশ।

 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ১২ মার্চ (শুক্রবার) মা-বাবা পরিচয়ে ওই নবজাতকে হাসপাতালের ২৫ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করায়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা গেলে স্বজনরা পালিয়ে যান।

 

এরপর অনেক খোঁজাখুঁজি করেও স্বজনদের পাওয়া যায়নি। ভর্তির স্লিপে দেয়া ঠিকানায় পুলিশ খোঁজ নিলেও স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

পরে ওই নবজাতকের দাফন করতে সোমবার (২২ মার্চ) ডেথ রেফারেন্স না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। ফলে মঙ্গলবার (২৩ মার্চ) পুলিশ ডেথ রেফারেন্স নিয়ে বুধবার (২৪ মার্চ) দাফন করা হবে জানিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘হাসপাতালে দেয়া ঠিকানায় খুঁজেও নবজাতকের স্বজনদের পাওয়া যায়নি। ফলে আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের দাফন সম্পন্ন হবে।’

সর্বশেষ আপডেটঃ ৯:৪৪ অপরাহ্ণ | মার্চ ২৩, ২০২১