ময়মনসিংহে ছোট বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ কিশোরীর বিরুদ্ধে
ময়মনসিংহে জান্নাতুল ফেরদৌসি নামে তিন বছর বয়সী বোনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তের বছর বয়সী কিশোরী বোনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পুলিশ জেলার ঈশ্বরগঞ্জে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে নিহতের বড় বোনকেও থানায় নিয়ে যাওয়া হয়।
দুই বোন উপজেলার চর হোসেনপুর গ্রামের মোড়লবাড়ি এলাকার বাসিন্দা মো. শহীদুল্লাহ ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, উপজেলার চর হোসেনপুর গ্রামের মোড়লবাড়ির বাসিন্দা মো. শহীদুল্লাহ ইসলামের চার মেয়ে ও এক ছেলে। বড় দুই মেয়ে ও এক ছেলে বাইরে থাকেন। বাড়িতে থাকে দুই মেয়ে। এদের একজনের বয়স (১৩) ও অপরজনের বয়স (৩)।
আজ দুপুর একটার দিকে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে তাদের মা পাশের বাড়িতে যান। বাবা আগে থেকেই পেশাগত কাজে বাইরে ছিলেন।
বিকেল ৪টার দিকে তারা দুজন বাড়ি ফিরে দুই মেয়ের মধ্যে কাউকে দেখতে পাননি। তারা সন্তানদের খোঁজাখুঁজি করতে থাকেন।
বড় মেয়েকে প্রতিবেশীর বাড়িতে পেয়ে তাকে ছোট বোনের কথা জিজ্ঞেস করেন। এক পর্যায়ে সে বাথরুমের বালতির মধ্যে কাপড় ঢাকা দিয়ে রাখা ছোট বোনের মরদেহ দেখিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বড়বোনকে থানায় নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের মিয়া বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল শুক্রবার মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।