ময়মনসিংহে গাছে ঝুলে স্বামী ও বিষ পানে স্ত্রী’র আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে ময়মনসিংহে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতরা জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামে বিল্লাল হোসেন (২৫) ও তার স্ত্রী তাসলিমা আক্তার।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন পারিবারিক কলহের জেরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে চালতা গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
তার মৃত্যুরে কিছু পর স্ত্রী তাসলিমা আক্তার বিষ পান করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার এসআই নাজিম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে বিল্লালের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিল্লালের স্ত্রী তাসলিমার মরদেহ মর্গে আছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।