| ভোর ৫:৪০ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন রিকশা চালক তারা মিয়া

নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশা চালক তারা মিয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এবার হতদরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।

 

উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চকলেংগুরা বাইতুল কোরআন ইসলামিয়া মাদরাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদরাসা চত্ত্বরে শিক্ষা উপকরণ বিতরণ কালে অন্যদের মধ্যে মাদরাসা শিক্ষক নুর মোহাম্মদ, অভিভাবক মো. আমীর উদ্দিন, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

রিকশা চালক তারা মিয়া বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে রিকশা চালানোর উপার্জন থেকে প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের খাতা, কলম, পেনসিলসহ শিক্ষা উপকরণ বিতরণ করছি।

 

এবার এই মাদরাসায় কিছু হতদরিদ্র শিক্ষার্থী আছে জানতে পেরে এখানেও বিতরণ করছি। ছোটবেলায় টাকার অভাবে পড়াশুনা করতে পারেননি বিধায় প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। এ ধরনের সহায়তা করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা মিয়া।

সর্বশেষ আপডেটঃ ২:০১ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২১