| রাত ৯:১৬ - বুধবার - ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জুয়াড়ি সন্দেহে ৩ ভারতীয়কে আটক করেছে এনএসআই

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালীন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে জড়িত সন্দেহে শনিবার তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

 

নগরীর সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে তাদের আটক করে গোয়েন্দা সংস্থা এনএসআই।

 

তারা হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ‘তিনজনকে আটক করে এনএসআই সদস্যরা থানায় নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জুয়াড়ি চক্র খেলা নিয়ে সক্রিয়। সেই নেটওয়ার্কের সদস্য আটক তিন ভারতীয় নাগরিক, এমনই ধারণা করছে এনএসআই।’

 

আটক হওয়া ভারতীয়দের কাছে কিছু ভিডিও পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের কাছে জুয়া সংক্রান্ত তেমন কিছু পাওয়া যায়নি। তবে মোবাইলে এ সংক্রান্ত কিছু ভিডিও পাওয়া গেছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি। যদি তারা সত্যিকার অর্থেই জুয়াড়ি হয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তারা বৈধভাবে বাংলাদেশে এসেছে কিনা, এটাও দেখা হবে।’

 

সুত্রঃ নয়া দিগন্ত

সর্বশেষ আপডেটঃ ৯:২২ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ০৭, ২০২১