| ভোর ৫:৩৩ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুমিনুন্নিসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ আবু তাহের

ময়মনসিংহ বিভাগের ৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

মোঃ নজরুল ইসলামঃ  এক প্রজ্ঞাপণে দেশের ৪৬টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তার মাঝে ময়মনসিংহ বিভাগের অধীনে ৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক আদেশে এ পদায়ন করা হয়।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

 

শ্রীকান্ত কুমার চন্দ বলেন, শিক্ষক-কর্মকর্তা পদায়ন একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে করোনার কারণে বেশ কিছু কলেজে শূন্য পদ ছিল। সেগুলো পূরণ করতে বড় একটি অর্ডার করা হয়েছে। বাকি শূন্য অধ্যক্ষগুলোতে শিগগিরই পদায়ন করা হবে।

 

নারী শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুমিনুন্নিসা সরকারি কলেজের অধ্যক্ষ পদে অধ্যাপক মোঃ আবু তাহেরকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যক্ষ পদে ৩ ফেব্রুয়ারি যোগদান করেন অ্যধাপক মোঃ আবু তাহের।

 

মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কলেজ-২ শাখার উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ ২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এই নিয়োগ দেয়া হয়।

 

এছাড়াও একই প্রজ্ঞাপণে ময়মনসিংহ বিভাগের অধীনে গৌরীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মিল্টন ভট্রাচার্য্যকে একই কলেজের অধ্যক্ষ, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রশীদকে একই কলেজের অধ্যক্ষ।

 

শেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আফিয়া ফেরদৌসকে একই কলেজের অধ্যক্ষ, ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ এ.কে. এম নাছির উদ্দীনকে হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ।

 

ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ মনজুরুল করিমকে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ৪:৪৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৪, ২০২১