| রাত ২:১৬ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে অভিযানের সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ভ্রাম্যমাণ আদালতের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জালাল উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বুধবার দুপুরে জেলার তারাকান্দায় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের আকবর আলীর ছেলে। তিনি পেশায় বিদ্যুৎ মিস্ত্রি।

 

সংশ্লিষ্টরা জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে তারাকান্দা বাজার এলাকায় বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল।

 

এতে খুঁটিতে উঠে কাজ করার সময় উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন চালু হয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে জালাল উদ্দিন নিচে পড়ে যান।

 

পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

 

ফুলপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামান জানান, ফিডার বন্ধ রেখে সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলছিল।

 

এ সময় অন্য কোনো ফিডারের শর্ট থেকে বিদ্যুৎ চলে আসায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৩, ২০২১