ময়মনসিংহে ৩ পৌরসভার ২টি’তে স্বতন্ত্র, ১টিতে নৌকার জয়
তৃতীয় দফা নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর পৌরসভায় স্বতন্ত্র এবং ভালুকায় নৌকার প্রার্থী জয় লাভ করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহানসহ পৃথক রিটানিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনে জেলার ঈশ্বরগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (নারকেল গাছ) ৯ হাজার ৩৭ ভোট, গৌরীপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম (নারকেল গাছ) ৭ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আর ভালুকা পৌরসভায় ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম (নৌকা) ১৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান বলেন, এ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (নারকেল গাছ) ৯ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান (নৌকা) ৭ হাজার ৯৬০ ভোট, বিএনপির জুলফিকার আলী টিপু (ধানের শীষ) পেয়েছেন ২৬২ ভোট পেয়েছেন।
গৌরীপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, এ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম (নারকেল গাছ) ৭ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বিন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৭ হাজার ২৬৬ ভোট, বিএনপি প্রার্থী আতাউর রহমান আতা (ধানের শীষ) পেয়েছেন ৯২৮ ভোট পেয়েছেন।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও ভালুকা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, এ পৌরসভায় ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম (নৌকা) ১৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির হাতেম খান (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ১০৯ ভোট।