| সকাল ৯:৪৫ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে জুয়ার ১ হাজার টাকার জন্য খুন হয়েছিল জসিম

জুয়া খেলার এক হাজার টাকার জন্য ময়মনসিংহে জসিম উদ্দিনকে (২৩) হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে সুজন মিয়া। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ।

 

এর আগে জেলার ফুলপুরে গত ১২ জানুয়ারি (মঙ্গলবার) ভোরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

সোমবার (২৫ জানুয়ারি) মামলার একমাত্র আসামি সুজন মিয়াকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তিনি ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

 

ওসি জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করে জুয়া খেলার এক হাজার টাকার জন্য জসিমকে হত্যা করে সে। এরআগে পূর্বপরিকল্পিতভাবে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে তাকে ফুসলিয়ে পাশের আমনখোরা বিলে নিয়ে যায় সুজন। সেখানে তাকে হত্যা করা হয়।

 

এর আগে রোববার (১০ জানুয়ারি) রাতে উপজেলার ধিতপুর তালিমুল কুরআন কওমি মাদরাসায় ওয়াজ শুনতে যান জসিম উদ্দিন। পরদিন মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

একই দিন নিহতের বাবা মেয়াজউদ্দিন ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ আপডেটঃ ১০:২৫ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২১