| রাত ১০:৪১ - মঙ্গলবার - ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ইসমাইল মিয়ার (২১) বিরুদ্ধে।

 

রোববার (১৭ জানুয়ারি) সকালে ওই ছাত্রীকে উদ্ধারের পর ঈশ্বরগঞ্জ থানায় তার মা অপহরণ ও ধর্ষণ মামলা করেন। ইসমাইল মিয়া উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

 

পুলিশ জানায়, গত রোববার (১০ জানুয়ারি) ইসমাইল মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ধর্ষণ করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

 

খবর পেয়ে আঠারোবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় মামলা করেন।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ৯:০০ অপরাহ্ণ | জানুয়ারি ১৭, ২০২১