ময়মনসিংহে ধানক্ষেতে পড়ে থাকা মরদেহ নিয়ে শিয়ালের টানাহেঁচড়া
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মধ্য রাতে উপজেলার খৈরাটি নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন ওই যুবক খৈরাটি গ্রামে দীর্ঘদিন ধরে ঘুরাফেরা করছিল।
বৃহস্পতিবার রাতে ধান ক্ষেতে কয়েকটি শিয়াল মরদেহ নিয়ে টানাহেঁচড়া করছিল। বিষয়টি স্থানীয়রা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, শিয়াল টানাহেঁচড়া করছে সংবাদ পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ডান হাতের কিছু অংশ ক্ষতবিক্ষত করে ফেলেছে শিয়াল। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, লাশের কোনো পরিচয় জানা যায়নি।