| রাত ২:১৪ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে চকলেটের জন্য মাফলার দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ছোট ভাইয়ের কাছ থেকে জোর করে চকলেট নেয়ার চেষ্টা করায় মায়ের বকুনি খেয়ে অভিমানে সাকিব হোসেন শান্ত (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামে বাবার মাফলার দিয়ে সে আত্মহত্যা করে।

 

শান্ত ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি থেকে পরীক্ষা দিয়েছিল।

 

জানা যায়, মঙ্গলবার দুপুরে শান্তর ছাট ভাই মিনহাজ (৬) চকলেট খাচ্ছিল। এ সময় তার বড় ভাই শান্ত, মিনহাজের কাছে চকলেট চায়। মিনহাজ তাকে চকলেট না দেয়ায় জোর করে চকলেট নেয়ার চেষ্টা করে। এ জন্য মিনহাজের মা সুচী ছেলে শান্তকে বকাঝকা করেন। এ কারণে শান্ত অভিমান করে ঘরে যায়।

 

দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় তার মা ঘরের দরজা ধাক্কা দিয়ে দেখে ভিতর থেকে দরজা বন্ধ পায়। পরে টিনের চালায় ওঠে দেখে শান্ত মাফলার দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে আত্মহত্যা করেছে। টিনের চাল কেটে ঘরে ভিতরে ঢুকে শান্তকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করার জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ আপডেটঃ ৪:১৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২০