| দুপুর ২:২২ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পরকীয়ায় বাধা, স্বামীর থাপ্পড়ে প্রাণ গেল গৃহবধূর

লোক লোকান্তরঃ   স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় ক্ষিপ্ত স্বামীর থাপ্পড়ে মর্জিনা আক্তার (২০) নামে এক গৃহবধূ মারা গেছেন। রোববার (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ঘাতক সজিব মিয়াকে (২৪) আটক করা হয়েছে।

 

সজিব ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি গ্রামের মো. কাজল মিয়ার ছেলে। মর্জিনা আক্তার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সওদপুর গ্রামের হাতিম মিয়ার মেয়ে।

 

জানা গেছে, পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন-অত্যাচার করতেন সজিব। এ ঘটনা বাড়িতে জানান মর্জিনা। কিন্তু পরিবারের লোকজন বিষয়টি আমলে না নিয়ে মর্জিনাকে মানিয়ে নেয়ার নির্দেশ দেয়। এ নিয়ে রোববার বিকেলে ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোরে মর্জিনার গালে এক থাপ্পড় মারেন সজিব। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মর্জিনা।

 

দীর্ঘ সময় পরও জ্ঞান ফিরে না আসায় তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সজিব। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মর্জিনার মৃত্যু হয়। এ সময় লাশ রেখে পালিয়ে যেতে চাইলে হাসপাতালের দায়িত্বরত পুলিশ সজিবকে আটকের করে।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আটকের পর সজিবকে ঘটনাস্থল গাজীপুরের শ্রীপুর থানায় পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে হাসপাতালে একজন উপ-পরিদর্শককে পাঠানো হয়। পরে জানা যায়, সজিবের বাড়ি নান্দাইলে হলেও ঘটনাস্থল শ্রীপুর থানায়। তাই সেখানেই মামলা হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:০১ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২০