| সন্ধ্যা ৭:৩৬ - রবিবার - ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে অনলাইনে জুয়া খেলার সময় ১২ লাখ টাকাসহ ৩ জন গ্রেফতার

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকা থেকে অনলাইনে জুয়া খেলার সময় তিনজনকে ১২ লাখ টাকাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর জামতলা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. মাহফুজ, সজীব মিয়া এবং মাহবুব করিম বাবু। তারা সবাই নগরীর জামতলা মোড় এলাকার বাসিন্দা।

 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইন জুয়া খেলায় প্রলুব্ধ করে এলাকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের কারণে অনেক পরিবার নিঃস্ব। এমন অভিযোগে তাদের ওপর গোয়েন্দা পুলিশ নজরদারি বাড়িয়েছিল।

আরও পড়ুন – ময়মনসিংহে এতিমখানার দুই শিশুকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার 

 

এরই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলমের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১২ লাখ ১১ হাজার টাকা, ১০টি মোবাইল ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। সেই সঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

 

আরও পড়ুন – ময়মনসিংহে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী 

সর্বশেষ আপডেটঃ ১০:৩৩ অপরাহ্ণ | নভেম্বর ২৮, ২০২০