| ভোর ৫:২৩ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নিখোঁজের ২ বছর পর ফেসবুক পোস্টে পরিবারকে ফিরে পেল ময়মনসিংহের মেয়েটি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পোস্টে নিখোঁজের ২ বছর পর রিয়া (৮) নামে এক শিশু পরিবারের সন্ধান পেল।

 

জানা যায়, ঢাকার পোস্তগোলা এলাকার খালার ভাড়াটিয়া বাসা থেকে ২ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের কলহরী (ইটাখলা) গ্রামের মাতৃহারা রিয়া মনি নামে এক শিশু হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন সন্ধান পাচ্ছিলেন না।

 

নিখোঁজ রিয়া মনি অচেনা এক পথিকের হেফাজতে জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বেঁচে থাকে। গত সোমবার দুপুরে অচেনা এক ব্যক্তি রিয়াকে গাড়িতে করে ফুলপুর কোর্ট বিল্ডিং এলাকায় রেখে যান। শিশুটি কান্নাকাটি করতে থাকলে স্থানীয়রা উদ্ধার করে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিয়ে আসেন।

 

রিয়া শুধু পিতার নাম নুরুল আমিন মাতার নাম রাবেয়া ও ঠিকানা ইটাখলা বলতে পারছিল। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার শিশুটিকে নতুন জামা কাপড় কিনে দেয়াসহ সন্ধান চেয়ে ছবিসহ ফেসবুকে পোস্ট দেন; যা ভাইরাল হয়ে স্বজনদের নজরে আসায় তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের কলহরী (ইটাখলা) গ্রামের নানা রমজান আলী ও নানি রহিমা খাতুন মাতৃহারা নাতনি রিয়া মনিকে নিতে আসেন।

 

রিয়া মনিও তাদের চিনতে পারে। পরে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ফুলপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমানের উপস্থিতিতে রিয়া মনিকে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

নানা-নানি তাদের নাতনির সন্ধান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার শিশুটিকে পরিবারের কাছে দিতে পারায় আনন্দিত।

সর্বশেষ আপডেটঃ ১১:০৪ পূর্বাহ্ণ | নভেম্বর ২৬, ২০২০