| রাত ৯:৩৩ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে সিএনজি’তে যাত্রী বেশে ছিনতাইয়ের সময় মহিলার চিৎকারে ছুটে এলো পুলিশ

লোক লোকান্তরঃ   ময়মনসিংহে সিএনজি অটোরিকশায় যাত্রী বেশে ছিনতাইয়ের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা কামাল মিয়া এবং ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা খলিল মিয়া (৩২)।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার তারাকান্দা নির্বাচনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে সকালে রহিমা নামে এক নারী তারাকান্দা যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় উঠলে ওই দুই ছিনতাইকারীও যাত্রী বেশে উঠে।

 

অটোরিকশাটি কোদালধর এলাকায় পৌঁছালে মহিলার গলায় ছুরি ধরে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে সিএনজি থেকে নেমে যায়। এ সময় মহিলার চিৎকার দিলে তা শুনতে পেয়ে তারাকান্দা থানার উপপরিদর্শক মহিলার কাছে যায়। পরে বিস্তারিত শুনে ওই দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

 

এ বিষয়ে তারাকন্দা থানার ওসি আবুল খায়ের বলেন, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরা প্রত্যেকেই একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা হয়েছে। তাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৪ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০২০