| দুপুর ১২:২৩ - বৃহস্পতিবার - ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে অনলাইন প্লাটফর্ম “রাজিপুর পরিবার’র শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ

লোক লোকান্তরঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের অনলাইন প্লাটফর্ম ‘রাজিবপুর পরিবার’ এর উদ্দ্যোগে বৃক্ষরোপন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং করোনার প্রভাবে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শনিবার বিকেলে রাজিবপুুুুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক আকন্দ। এসময় বিদ্যালয়ের সহকারি প্রধান হেলাল উদ্দিনসহ রাজিবপুর পরিবারের এডমিন প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শিক্ষার্থীদের প্রত্যেককে এক রিম করে খাতা, জ্যামিতি বক্স, এক ডজন কলম, স্কেল ও রাবার দেয়া হয়। আর কর্মহীনদের চাল, ডাল, আলু, পেয়াজ ও লবন দেয়া হয়।

 

এছাড়া রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় ফলজ গাছ রোপন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৮ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২০