| রাত ১১:১৮ - মঙ্গলবার - ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালপুরে জালে ১০৫ কেজি ওজনের ডলফিন

লোক লোকান্তরঃ  জামালপুরের দেওয়ানগঞ্জে মাছ ধরার জালে ১০৫ কেজি ওজনের ডলফিন ধরা পড়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সের উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

 

জানা গেছে, শুক্রবার ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় যমুনা নদী সংযুক্ত বিলে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। ওই জালে একটি বড় মাছ ধরা পড়েছে ভেবে জালটিকে পাড়ে নিয়ে আসা হয়।

 

দেখা যায় এটি একটি অসুস্থ্য ডলফিন। দেখতে ৭ ফুট লম্বা ওজন ১০৫ কেজি। মুখ লম্বা, মুখের নিচে ঘারে ও লেজ পাখার মতো, খয়েরি রংয়ের। কিছু সময় পর অসুস্থ্ ডলফিনটি মারা যায়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, ডলফিন গভীর সামুদ্রিক এলাকায় থাকে। খাদ্যের সন্ধানে যমুনার গভীর নদীতে চলে আসে। পানি দূষণ অথবা আঘাতে মারা যায়।

সর্বশেষ আপডেটঃ ১১:৩৩ অপরাহ্ণ | জুন ২৯, ২০২০