| দুপুর ২:৩৪ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ক্যাপ্টেনের মৃত্যু

লোক লোকান্তরঃ  ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ক্যাপ্টেন (৪৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে অপর ট্রাক চালক। শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, নিহত ক্যাপ্টেন শেরপুর জেলায় বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিলেট থেকে ময়মনসিংহগামী পাথর বোঝাই ট্রাক ও কিশোরগঞ্জগামী একটি চিরা বোঝাই ট্রাক মহাসড়কের গৌরীপুরে রামগোপালপুর বাজারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

 

এতে দুই ট্রাকের চালক ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় ট্রাকের ভেতর থেকে দুই চালককে উদ্ধার করে।

 

পরে তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ক্যাপ্টেনকে (৪৫) মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

 

গুরুতর আহত পাথর বোঝাই গাড়ির চালক কোম্পানীগঞ্জের লিটন মিয়া (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয় বলে জানান ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা।

সর্বশেষ আপডেটঃ ২:২১ অপরাহ্ণ | জুন ২৭, ২০২০