| রাত ১২:০০ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আপত্তিকর ভিডিও ধারণ করে ব্লাকমেইল করেছিল এই ৪ যুবক

লোক লোকান্তরঃ  ঝিনাইদহে পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার দায়ে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

তারা হলেন- সদর পৌর এলাকার মহিষাকুন্ডু গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে সানি মুন্সী (২৩), ইসাহাক আলীর ছেলে শাওন হোসেন (২৪), নুরুল আমিনের ছেলে মারুফ বিল্লাহ (২৫) ও চাকলাপাড়ার রুস্তম আলীর ছেলে সোহান হোসেন (২৫)।

 

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, চলতি মাসের ১৮ তারিখ সন্ধ্যায় শহরের চাকলাপাড়া এলাকার ইলেকট্রিক মেকানিকের বাসায় সবজি দিতে যায় তার এক সহযোগী।

 

এসময় পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে পড়ে চার যুবক। তারা গৃহবধূ ও সবজি দিতে আসা ব্যক্তিকে মারধর করে এবং জোর করে আপত্তিকর ছবিসহ ভিডিও মোবাইলে ধারণ করে।

 

এরপর সেই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে আসছিল তারা।

 

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ওই নারী ও তার স্বামী দেখা করে ঘটনা খুলে বলেন তার কাছে। এরপর গোয়েন্দা পুলিশ পর্যন্ত অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করে।

 

উদ্ধার করা হয় ধারণকরা ছবিসহ ভিডিও ও একটি মোবাইল সেট। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

সর্বশেষ আপডেটঃ ৫:০৯ অপরাহ্ণ | জুন ২৬, ২০২০