| দুপুর ২:৪০ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ১৫০০

লোক লোকান্তরঃ  ময়মনসিংহে করোনা পজিটিভ দুই রোগীর মৃত্যু হয়েছে। নগরীর সূর্যকান্ত এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের একজনের (৫৫) বাড়ি গফরগাঁও, অন্যজন (২৮) ফলবাড়িয়ার বাসিন্দা।

 

মঙ্গলবার (২৩ জুন) সকালে ও বেলা আড়াইটার দিকে তাদের মৃত্যু হয় বলে জানান জেলার সিভিল সার্জন ডা. এবিএম মশউল আলম।

 

তিনি জানান, সকালে মারা যাওয়া গফরগাঁওয়ের বাসিন্দার গত রবিবার (২১ জুন) করোনা পজিটিভ রেজাল্ট আসে। তিনি চিকিৎসা নিচ্ছিলেন। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে সোমবার (২২ জুন) তাকে এসকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে বেলা আড়াইটার দিকে মৃত্যুবরণকারী ফুলবাড়িয়ার বাসিন্দাকে ১৩ জুন এসকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

স্বাস্থ্যবিধি মেনেই তাদের সৎকারের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।

 

এদিকে এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন।

 

অন্যদিকে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদরে ২৪ জন, মুক্তাগাছায় ২৬ জন, ভালুকায় ১৩ জনসহ জেলায় নতুন করে ৭২ জনের করোনা পজেটিভ হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৪৭১ জনে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৯৫ জন।

 

আরও পড়ুন – ময়মনসিংহ সীমান্তে বিএসএফ’র গুলিতে মানসিক প্রতিবন্ধী’র মৃত্যু 

সর্বশেষ আপডেটঃ ৫:৫৫ অপরাহ্ণ | জুন ২৩, ২০২০