| রাত ৩:৪৬ - শুক্রবার - ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

হাজার ছাড়ালো ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা আর বিভাগে ২০০০

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ বিভাগে সোমবার (১৫ জুন) একদিনে রেকর্ড সংখ্যক করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৬২ জন করোনা শনাক্ত হন। এর মধ্যে অমীমাংসিত রয়েছে ১২০টি নমুনার ফলাফল।

 

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলায় ১১৮ জন, নেত্রকোনা জেলায় ১৮ জন, শেরপুর জেলায় ৭ জন এবং জামালপুর জেলায় ৬ জন রয়েছেন। এ নিয়ে ময়মনসিংহ জেলায় এক হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা।

 

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ১১৮ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদরে ৫২ জন, ঈশ্বরগঞ্জ ১৭ জন, মুক্তাগাছা ১৪ জন, নান্দাইলে ৮ জন, হালুয়াঘাটে ৯ জন, গৌরীপুরে ৪ জন, ভালুকায় ৯ জন ও ফুলবাড়িয়ায় ৩ জন। এছাড়া জেলায় ১০ জন ফলোআপ পরীক্ষায় পজিটিভ রয়েছে।

 

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২ হাজার ২৩ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৫৯ জন, জামালপুর জেলায় ৪২০ জন, নেত্রকোনা জেলায় ৩৪৬ জন এবং শেরপুর জেলায় ১৮২ জনসহ মোট ২০০৭ জন।

 

সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। এ নিয়ে চার জেলায় সুস্থ হলেন ৭৪৪ জন। বিভাগে সর্বমোট মারা গেছেন ২১ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১১ জন, জামালপুর জেলায় ৫ জন, নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।

সর্বশেষ আপডেটঃ ১১:৫২ পূর্বাহ্ণ | জুন ১৬, ২০২০