ময়মনসিংহ জেলায় একদিনে করোনা শনাক্তের নতুন সর্বোচ্চ ১১৮ জন
লোক লোকান্তরঃ ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে আজ ৭৫২ নমুনা পরীক্ষা করা হয় যাতে শুধু ময়মনসিংহ জেলার ৪৪০ নমুনা রয়েছে। এতে ময়মনসিংহ জেলায় ১১৮ জনের করোনা পজিটিভ রয়েছে। যা একদিনে করোনা পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড।
সোমবার (১৫ জুন) সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার ময়মনসিংহ সদরে ৫২ জন, ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৭ জন, মুক্তাগাছায় ১৪ জন, হালুয়াঘাটে ৯ জন, ভালুকায় ৯ জন, নান্দাইলে ৮ জন, গৌরীপুরে ৪ জন, গফরগাঁওয়ে ২ জন, ফুলবাড়ীয়ায় ৩ জনসহ মোট ১১৮ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ১০ জন পুরাতন রোগী’র নমুনা পুনরায় পজিটিভ এসেছে।
এই ১১৮ জনের করোনা শনাক্ত হওয়ার ঘটনা জেলায় একদিনে করোনা পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড। এর আগে (৯ জুন) মঙ্গলবার ময়মনসিংহে একদিনে ৯৯ জনের করোনা শনাক্তের রেকর্ড ছিল।
এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়ালো ১০৫৯ জনে।
এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলায় একদিনে সর্ব্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯ জনের নমুনা সংগ্রহ করে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাড়ে ৪ বছরের এক শিশু, নারী, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন।
নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে থানা রোড এলাকার পূর্বের আক্রান্ত ব্যক্তির সাড়ে ৪ বছর বয়সী শিশু, স্ত্রীও আক্রান্ত হয়েছেন। এ ছাড়া আরও ১১ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৭ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৩ জন স্বাস্থ্য কর্মকর্মী, ৪ জন কৃষি ব্যাংকের মাইজবাগ শাখায় কর্মরত। আক্রান্ত ব্যক্তিরা পৌর এলাকার থানা রোড, টিঅ্যান্ডটি রোড, চরশিহারী ও চরহোসেনপুর এলাকার বাসিন্দা।