| সন্ধ্যা ৭:১৭ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহের ৫ এলাকা রেডজোন হিসেবে চিহিৃত

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ নগরীর ৪টি এলাকা ও জেলার ভালুকার এক এলাকাকে রেডজোন হিসেবে চিহিৃত করা হয়েছে। করোনা ভাইরাস এর সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক ময়মনসিংহ জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত ১৪ জুন তারিখ এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন।

 

সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার চরপাড়া, মেডিকেল কলেজ এলাকা, আকুয়া, কাচিঝুলি এবং ভালুকার হবিরবাড়ি ইউনিয়নকে করোনার জন্য রেডজোন হিসাবে ঘোষণা করা হয়েছে।

 

এ সব এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং রেডজোন চিহিৃত এলাকায় লাল পতাকা উত্তোলন এবং মানুষের চলাচল ও দোকানপাঠ সীমিত করার জন্য কড়াকড়ি আরোপের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

জেলা প্রশাসকের সভাপতিত্বে গত ১১ জুন এই সভা হয়। সভায় সিভিল সার্জন জানান, ময়মনসিংহ জেলায় ৮২৯ জনের দেহে করোনা পাওয়া গেছে। এর মধ্যে সদরে ৪০৪জন।

 

সভায় তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ময়মনসিংহ সিটিতে ৩৯০ জন। যার অধিকাংশ চরপাড়া, মেডিকেল কলেজ এলাকা, আকুয়া, কাচিঝুলি এলাকায়। এছাড়া ভালুকা উপজেলার ১৫৩জন রোগীর মধ্যে হবিরবাড়ি ইউনিয়নে ৮৪জন।

 

সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে বেশি সংক্রমিত এলাকাকে রেডজোন লাল পতাকা টানানো হবে।

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ১১:০০ অপরাহ্ণ | জুন ১৪, ২০২০