| বিকাল ৫:৪৯ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর স্নেহধন্য ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা শফিকুল আমীন খসরু আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ  স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ময়মনসিংহের গফরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা শফিকুল আমীন খসরু আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

গফরগাঁওয়ের আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মশাখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল আমীন খসরু ৮ জুন বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

 

তিনি ৫ জুন সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল ৯ জুন গফরগাঁওয়ের মশাখালীর বীরখারুয়া গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন হবে।

 

৭৪ বছর বয়সী শফিকুল আমীন খসরু মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, ভাই, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

জানাজায় উপস্থিত থাাকার জন্য আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন গফরগাঁও চাকরিজীবী কল্যাণ ফোরাম সভাপতি শফিকুল আমীন খসরু’র ছোট ভাই অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম মজনু।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন, ঊনসত্তরের গণঅভুত্থানের অগ্র সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শিক নেতা মরহুম আব্দুর রাজ্জাকের প্রিয়পাত্র, প্রয়াত সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের রাজনৈতিক বড়ভাই, আওয়ামী পরিবার নেতৃবর্গের আপনজন, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহস্থ গফরগাঁও সমিতির সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য, মশাখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ ওয়ার্কিং কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সাবেক সদস্য, গফরগাঁও থানা আওয়ামীলীগ সাবেক সদস্য, ময়মনসিংহ স্টেশন কোয়ার্টার ক্লাব সদস্যসহ বহু সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় নির্লোভ ব্যক্তিত্ব গফরগাঁওবাসীর প্রাণের মানুষ মোঃ শফিকুল আমিন খসরু।

 

সবার কাছে খোলামেলা মিশুক সজ্জন ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎগাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।

 

অনেকদিন যাবত বার্ধক্য জনিত কারণে অসুস্থ থাকার পর ৫ জুন বিকেলে স্ট্রোক করলে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

 

বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে ময়মনসিংহস্থ গফরগাঁও সমিতি সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো: জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

ছবি – লোক লোকান্তর

সর্বশেষ আপডেটঃ ১:১৭ অপরাহ্ণ | জুন ০৯, ২০২০