| সন্ধ্যা ৬:১৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের বৃত্তির দরখাস্ত আহ্বান

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ জেলা পরিষদ প্রতিবারের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের কাছ থেকে বৃত্তির দরখাস্ত আহ্বান করেছে। আবেদনের শেষ তারিখ ১৬ জুন।

 

ময়মনসিংহ জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাদের এই বৃত্তি দেয়া হবে।

 

গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রী যারা ২০১৯ সালের এস.এস.সি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বর্তমানে বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তাদেরকে শর্তসাপেক্ষে এককালীন বৃত্তি প্রদানের জন্য নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করেছে ময়মনসিংহ জেলা পরিষদ।

আবেদন ফর্মের নমুনা

 

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইতমধ্যে ময়মনসিংহ জেলা পরিষদ ৬ নং শর্ত পরিবর্তন করেছে। যাতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ সম্ভব না হলে বেতন রসিদ অথবা শিক্ষার্থীদের আইডি কার্ডের কপি ও সংশ্লিষ্ট কাগজ পত্র জমা দিতে।

 

শর্ত-

১. আবেদনকারীকে ২০১৯  সালে এসএসসি/সমমান এবং এইএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ- ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

 

২. মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধি প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ- ৩.০০ আবেদন করতে পারবেন।

 

৩. ছাত্র/ ছাত্রীদের অবশ্যই ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার অনুমদিত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মত শিক্ষার্থী হতে হবে।

 

৪. আবেদনকারীকে বৃত্তির জন্য জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে ……

 

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

 

সর্বশেষ আপডেটঃ ৫:৫৭ অপরাহ্ণ | জুন ০৮, ২০২০