| রাত ২:১২ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ৯৯৯ এর কলে বন্ধ হল বিয়ে, ফিরে গেল বরযাত্রী

লোক লোকান্তরঃ  ময়মনসিংহে ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বিয়ের প্রস্তুতির খবর জানিয়ে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল করায় বিয়ে বন্ধ হল। বিয়ের আয়োজন চলছিল ধুম-ধামে, কিছুক্ষণ পর আসবে বরের গাড়ি, সব আয়োজন হয়েছে সম্পন্ন।

 

এমন সময় জরুরি পুলিশ সেবার ৯৯৯-এর কল পেয়ে কনের বাড়ি ছুটে যায় পুলিশ। কনের বাড়িতে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পথেই থেমে যায় বর যাত্রীর গাড়ি।

 

শুক্রবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউপির ছলিমপুর পশ্চিম গ্রামে ঘটনাটি ঘটেছে।

 

জানা যায়, ত্রিশাল উপজেলার সদর ইউপির ছলিমপুর পশ্চিম পাড়া গ্রামের শফিউল ইসলামের মেয়ে ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল শুক্রবার।

 

দুপুরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল আসে। কল পেয়ে ত্রিশাল থানা পুলিশের এসআই রুবেল খান ও এএসআই আহসান হাবীব ঘটনাস্থলে পৌঁছে কনের শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেখে বিয়ে দিতে বারণ করেন।

 

পুলিশের উপস্থিতির সংবাদ বর পক্ষের কাছে পৌঁছালে তারা রাস্তা থেকেই ফিরে যায়।

 

ত্রিশাল থানার এএসআই আহসান হাবীব বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কনের পরিবারকে বাল্যবিয়ের কুফল ও না দেয়ার সুফল সম্পর্কে তাদের বুঝালে মেয়ের বাবা-মা মুচলেকা দেয় যে, মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবে না। পরে বিয়ে বন্ধ হয়।

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ৯:৫২ অপরাহ্ণ | জুন ০৫, ২০২০