| রাত ৪:২৬ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৬০০ ছাড়াল

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে বৃহস্পতিবার ৫৬৪ নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এতে ময়মনসিংহ জেলায় ৩৩ জনের করোনা পজিটিভ রয়েছে।

 

এর মধ্যে দিয়ে ময়মনসিংহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৬০০ ছাড়াল। বর্তমানে জেলায় ৬০২ জন করোনা রোগী রয়েছেন।

 

বৃহস্পতিবার ময়মনসিংহ জেলায় এক স্বাস্থ্যকর্মীসহ সদর উপজেলায় ২৯ জন, ভালুকার তিনজন ও নান্দাইলে একজনসহ ৩৩ জন রয়েছেন।

 

এখন পর্যন্ত জেলায় এলাকা ভিত্তিক-  সদরে ১৬৭ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৭৮ জন, ভালুকায় ৫০জন, ঈশ্বরগঞ্জে ৩৫জন, গফরগাঁওয়ে ৩১ জন, ধোবাউড়ায় ৩৪ জন, ফুলপুর ও তারাকান্দায় ৩৬ জন, ফুলবাড়ীয়ায় ১৪ জন, ত্রিশালে ১৯ জন, মুক্তাগাছায় ১৪ জন, নান্দাইলে ১৪ জন, হালুয়াঘাটে ৮ জন, গৌরীপুরে ২ জন রয়েছেন।

 

জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৪ জন,

 

এ ছাড়া বৃহস্পতিবার জামালপুর জেলায় ১৮ জন ও শেরপুর জেলায় ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ এই খবর নিশ্চিত করেছেন।

 

জামালপুর জেলায় ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ছয়জন, ইসলামপুরে ছয়জন, সরিষাবাড়ীতে দুজন, দেওয়ানগঞ্জে দুজন ও মাদারগঞ্জে দুজন রয়েছে।

 

শেরপুর জেলায় ছয়জনের মধ্যে সদরে দুজন ও নালিতাবাড়ীতে চারজন রয়েছেন।

 

এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত এক হাজার ৩১৮ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৬০২ জন, জামালপুর জেলায় ৩২৮, নেত্রকোনা জেলায় ২৫৯ ও শেরপুর জেলায় ১১৮ জন রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত চার জেলায় সুস্থ হলেন ৪৭৮ জন।

 

বিভাগে করোনায় আক্রান্ত সর্বমোট মারা গেছেন ১৩ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৬ জন, জামালপুর জেলায় ৪ জন, নেত্রকোনা জেলায় ২ জন ও শেরপুর জেলায় একজন।

সর্বশেষ আপডেটঃ ১:১১ অপরাহ্ণ | জুন ০৫, ২০২০