| রাত ৪:৫৭ - সোমবার - ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত জামালপুর-২ আসনের এমপিসহ ৫৭ জন

লোক লোকান্তরঃ  জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

এছাড়া একই দিন জেলায় আরো ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান।

 

তিনি জানান, বুধবার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুরের ৫৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে তিনজন আগের আক্রান্ত।

 

নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরের এমপি ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, নারী ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ১৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বকশীগঞ্জে ১৮, সদরে আট, দেওয়ানগঞ্জে তিন, মাদারগঞ্জে দুই ও মেলান্দহ উপজেলায় একজন রয়েছেন।

 

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৭ জন হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩২ ও মারা গেছেন চারজন।

সর্বশেষ আপডেটঃ ১০:৩৪ পূর্বাহ্ণ | জুন ০৪, ২০২০