ময়মনসিংহে নতুন আরও ৮১ জন করোনা শনাক্ত
লোক লোকান্তরঃ ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ২টি মেশিনে ৫৬৪টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে ময়মনসিংহ জেলায় ১০, জামালপুর জেলায় ৫৭ জন এবং শেরপুর জেলায় ১৪ জন।
ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
ময়মনসিংহ জেলায় ১০ জনের মাঝে, সদরে ৪ জন, ধোবাউড়া উপজেলায় ৩ জন, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া এবং নান্দাইলে ১ জন করে ৩ জন।
জেলায় মোট করোনা শনাক্ত ৫৭৮ জনে দাঁড়ালো। এদের মাঝে হাসপাতালে ভর্তি আছেন ২৭ জন। হোম আইশোলেশনে আছেন ৩৪৮ জন। ময়মনসিংহে আক্রান্তদের অধিকাংশই উপসর্গ বিহীন বলে জানা গেছে।
এছাড়া জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮৯ জন এবং মৃত্যুর সংখ্যা ৬ জন।