| রাত ১০:২৮ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

লোক লোকান্তরঃ  ময়মনসিংহে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবক চঞ্চল মিয়া (৩২) মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

 

জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নে পগলা কোনাপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে চঞ্চল মিয়া নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

 

গামের্ন্টস কর্মী চঞ্চল ঈদের দুই দিন আগে করোনা উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়ি গফরগাঁওয়ে পাগলা কোনাপাড়া এসেছিল। বাড়িতে থেকেই সে চিকিৎসা সেবা নিচ্ছিল।

 

দত্তেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকসানা বেগম সত্যতা স্বীকার করে বলেন, চঞ্চল কয়েকদিন ধরে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক জানান,খবর পেয়েছি মারা যাওয়া পর ওই যুবকে তরিঘরি করে তার পরিবারের দাফনের ব্যবস্থায় করেছে। এখন ওই যুবকের সংর্স্পশে যারা ছিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:১২ অপরাহ্ণ | জুন ০২, ২০২০