| সকাল ৬:১৮ - বুধবার - ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহে বাসচাপায় নিহত ১

লোক লোকান্তরঃ   ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসচাপায় ওমর ফারুক নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পেশায় তিনি একজন পোশাক শ্রমিক। এসময় আহত হয়েছেন রুবেল (২১)  নামের আরও একজন।

 

সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ওয়াবদার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফারুক উপজেলার ভান্ডাব গ্রামের দাইরাপাড়া এলাকার আবদুল হকের ছেলে। তিনি স্থানীয় ইকরাম সোয়েটার কারখানার শ্রমিক।

 

ভরাডোবা হাইওয়ে পুলিশের আইসি পরিদর্শক উযায়ের আল মাহমুদ আদনান জানান, রাতের শিফর্টে কাজে যোগ দেয়ার জন্য মোটরসাইকেলে দুই শ্রমিক যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়।

 

এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। অপর আহত রুবেল (২১) হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ আপডেটঃ ১০:৪৫ পূর্বাহ্ণ | জুন ০২, ২০২০