| সকাল ৬:০২ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে একদিনে করোনা শনাক্তের নতুন সর্বোচ্চ ৬৪ জন, সদরেই ৩৬

নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ২টি মেশিনে ২৩০টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড।

 

এই ৬৪ জনই ময়মনসিংহ জেলার এবং একদিনে পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড।

 

সোমবার (১ জুন) ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য নিশ্চিত করেছে।

 

এর আগে একদিনে করোনা পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড ছিল মে মাসের ২৯ তারিখ, ওই দিন ৬২ জন করোনা পজিটিভ ছিল।

 

এর মধ্যে ময়মনসিংহ সদরের ৩৬ জন, ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ১৩ জন। ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫ জন,  ত্রিশাল উপজেলায় ৫ জন ও নান্দাইল উপজেলায় ৪ জন।

 

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন পুরাতন রোগী পরীক্ষায় করোনা পজেটিভ আসে। ১ জন মৃত ব্যক্তি আবু হানিফ, নেত্রকোনা মোহনগঞ্জ এর ময়মনসিংহ হিসেবে দেখানো হয়েছে।

 

ময়মনসিংহ সদরের এই প্রথম এতো সংখ্যক করোনা রোগী শনাক্ত হল। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জন্যও ৩৬ জন আক্রান্ত হওয়ার ঘটনা একদিনে পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড।

 

জেলায় মোট করোনা শনাক্ত ৫৬৫ জনে দাঁড়ালো। এদের মাঝে হাসপাতালে ভর্তি আছেন ২১ জন। হোম আইশোলেশনে আছেন ৩৪২ জন।

 

ময়মনসিংহে আক্রান্তদের অধিকাংশ‌ই উপসর্গ বিহীন বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ১১:২০ অপরাহ্ণ | জুন ০১, ২০২০