| রাত ২:১২ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে জেএমবির ৫ সদস্য আটক

লোক লোকান্তরঃ  ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪।

 

রোববার (৩১ মে) মুক্তাগাছা উপজেলার নালীখালী গ্রামের স্থানীয় আনামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

 

আটককৃতরা হলেন- মনোয়ার হোসেন মাজন (২৪), সানোয়ার হোসেন সাজন (২৪), শফিকুল ইসলাম (৪৩), মো. মোস্তফা (৩০) ও আব্দুস সামাদ (৪০)। তারা সবাই মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।

 

সোমবার (১ জুন) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন নালীখালী গ্রামের স্থানীয় আনামের বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির ৫ সদস্যকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটসহ ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

 

র‍্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত জামিলুদ্দীন, জসীমুদ্দীন রাহমানীসহ বিভিন্ন বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হন ও জেএমবির সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে ওঠে।

 

এছাড়া তাদের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‍্যাব-১৪।

সর্বশেষ আপডেটঃ ৭:২২ অপরাহ্ণ | জুন ০১, ২০২০