| সকাল ৯:৫২ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তার দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ   পারিবারিক কলহের জেরে ময়মনসিংহে পুলিশের কর্মকর্তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত মাহিনুর আক্তার সুমির (৩২) মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার রাতে ময়মনসিংহের ধোবাউড়ার বাজার তরকারী মহালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমি।

 

ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহাম্মদ মোল্লা জানান, এ এস আই শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী গত রাতে ধোবাউড়া বাজার তরকারী মহালে ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

পারিবারিক ভাবে ২০১৭ সালে এ এস আই শফিকুল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার সুমির বিয়ে হয়। স্বামী-স্ত্রী-সন্তান পরিত্যাগ করে উভয়ের এটি দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর কিছুটা ভালো থাকলেও এরপর শুরু হয় বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব। প্রায় প্রতিদিন লেগেই থাকতো ঝগড়া। তবে ঘটনার দিন কোন ঝগড়া বা বাকবিতন্ডার আওয়াজ পায়নি প্রতিবেশিরা।

 

পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে মৃত্যুর ঘটনা ঘটছে বলে প্রাথমিক ভাবে ধারনা বলে এ কর্মকর্তা জানান।

 

লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ এসআই শফিকুল ইসলাম নিজ কর্মস্থল ধোবাউড়া থানায় রয়েছেন। এ রির্পোট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।

সর্বশেষ আপডেটঃ ২:৩৭ অপরাহ্ণ | মে ২৮, ২০২০