ভারতের জয়পুরে পঙ্গপালের হানার ভিডিও
লোক লোকান্তরঃ ভারতে মহামারী করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের মধ্যেই ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল হানা দিয়েছে। ফসলধ্বংসকারী পঙ্গপালের ঝাঁক সাধারণত রাজস্থানের বিভিন্ন জেলায় হানা দেয়। কিন্তু এবার জয়পুর শহর পর্যন্ত পৌঁছে গেছে।
সোমবার শহরের আবাসিক এলাকাগুলোতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ঢুকে পড়ে। এতে মানুষের সামনে এক অস্বাভাবিক দৃশ্যপট তৈরি হয়ে যায়। জয়পুরে পঙ্গপালের হানা দেয়ার কয়েকটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে, শহরের ভবনের ছাদগুলো দখলে নিয়েছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। ছাদের রেলিং, সিঁড়ি, পানির ট্যাঙ্ক ও এয়ার কন্ডিশনার মেশিনের ওপর গিজগিজ করছে পঙ্গপালের দল। কেউ একজন লাঠি দিয়ে সেগুলো তাড়ানোর চেষ্টা করছেন।
জয়পুর শহরের বাণিজ্যিক এলাকায় পঙ্গপালের হানার কারণে দোকানপাটগুলো বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি জয়পুরের আকাশে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল উড়ছে। আর লোকজন থালা পিটিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করছেন।
আরেকটি ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, তিনি জীবনে কখনও এরকম দৃশ্য দেখেনি। খুবই বিপদজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা। ভারতে হানা দেয়া পঙ্গপালকে ‘পাকিস্তানের দল’ বলেও মন্তব্য করতে শোনা যায় ওই ব্যক্তিকে।
২০১৯ সালেও একবার পঙ্গপালের দল ভারতে হানা দিয়েছিল। তবে এবারের দলটি গতবারের থেকে তিন গুণ বড়।তাই ক্ষতির আশঙ্কাও বেশি। যদিও দিল্লি, হরিয়ানার চাষিরা শেষবার কবে পঙ্গপালের হানা দেখেছেন তা মনে করতে পারছেন না।
গত বছর রাজস্থানের ১২টি ছয় লাখ ৭০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট করেছিল পঙ্গপালের দল।
জয়পুরে পঙ্গপালের হানারভিডিও-১
জয়পুরে পঙ্গপালের হানারভিডিও-২