| সকাল ৭:১৭ - রবিবার - ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে প্রসূতি মা’য়ের মৃত্যু

লোক লোকান্তরঃ  এক ছেলেসন্তানের জন্ম দেয়া এক প্রসূতি মা’য়ের করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম দিলরুবা আক্তার (৩০)।

 

বুধবার জ্বর, গলাব্যথা ও মাথাব্যথা নিয়ে দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে দিলরুবার মৃত্যু হয়। দিলরুবা আক্তার ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।

 

জানা যায়, গত ২০ দিন আগে নিজ বাড়িতে এক ছেলেসন্তানের জন্ম দেন প্রসূতি দিলরুবা আক্তার। গত এক সপ্তাহ ধরে দিলরুবার জ্বর, গলাব্যথা ও মাথাব্যথা দেখা দেয়। পরে তাকে ভালুকা সদরের একজন পল্লী চিকিৎসককে দেখিয়ে ওষুধ দেয়া হয়।

 

করোনা উপসর্গ নিয়েই বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর পর ওই বাড়ি ও আশপাশের মানুষের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে মৃত নারীর করোনা পরীক্ষা করে দাফনের জন্য প্রতিবেশীরা দাবি করেছেন।

 

এ ব্যাপারে ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন বলেন, শ্বাসকষ্ট, জ্বর, গলা ও মাথাব্যথা থাকলেই তাকে করোনা উপসর্গ বলা যাবে না। খোঁজ নেয়ার জন্য স্বাস্থ্যকর্মীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। যদি করোনা উপসর্গেই মারা গিয়ে থাকেন, তা হলে নমুনা (সোয়াব) সংগ্রহের জন্য ল্যাব টেকনেশিয়ান পাঠাব।

সর্বশেষ আপডেটঃ ১২:২১ অপরাহ্ণ | মে ২১, ২০২০