| বিকাল ৩:০২ - বৃহস্পতিবার - ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের আলো হাওয়াতে সময় কাটছে ফারিয়ার

লোক লোকান্তরঃ  জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী নুসরাত ফারিয়া ঢাকার ঘরবন্দি জীবনের চেয়ে ময়মনসিংহের এক গ্রামে আলো হাওয়ায় সময় কাটাছেন।

 

নুসরাত ফারিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও করোনার এই বিশেষ পরিস্থিতিতে দেড় মাস ধরে ময়মনসিংহে অবস্থান করছেন। মূলত করোনার ঝুঁকি এড়াতেই ময়মনসিংহে তাদের বাগানবাড়িতে সপরিবারে অবস্থান করছেন।

 

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, গত ১০ মার্চ থেকেই আমরা হোম কোয়ারেন্টাইনে। শুরুতে ক্যান্টনমেন্টের বাসায় ছিলাম। পরে ১ এপ্রিল ময়মনসিংহ চলে আসি। আমাদের পরিবারে বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন। তারা হুটহাট এদিক-সেদিক চলে যায়। এই সময়ে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া গ্রামে থাকাতে ভিড়ও এড়ানো যাচ্ছে।

 

নুসরাত ফারিয়া বলেন, ঢাকার অ্যাপার্টমেন্টে থাকলে তো বন্দিই থাকতে হতো, কিন্তু এখানে মানুষ কম থাকায় হাঁটাচলা করতে পারছি, মুক্ত আলো-বাতাস পাচ্ছি। খুব ভালো আছি আমরা।

 

এদিকে সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। আটকে গেছে তার ‘যদি কিন্তু তবুও’, ‘ঢাকা ২০৪০’ সিনেমার শুটিং। এছাড়া কলকাতার ‘ভয়’ নামের সিনেমার শুটিং করার কথা ছিল ফারিয়ার।

সর্বশেষ আপডেটঃ ২:৪৮ পূর্বাহ্ণ | মে ২০, ২০২০